জাতীয় পার্টির প্রতিনিধি দল কমিশনে অভিযোগ দিয়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। রবিবার দুপুর ২টায় তারা এ অভিযোগ জানান। তবে কী নিয়ে অভিযোগ করেছে তা জানা যায়নি।
তারা কমিশনের কোনো কর্মকর্তাকে না পেয়ে সাংবাদিকদের বলেন, সার্বিক বিষয় নিয়ে কমিশনারদের সঙ্গে কথা হয়েছে। আমাদের অভিযোগগুলো জানিয়েছি।
(দ্য রিপোর্ট/এমএস/এফএস/ এমডি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)