দি রির্পোট২৪ প্রতিবেদক : ‘আমি হলাম কাদামাটি। আমাকে যা করতে বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে তাই করেছি। ফলে দর্শক আমাকে নতুনভাবে দেখবেন।’ প্রথমবারের মতো জনপ্রিয় ধারার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবির অডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে সম্প্রতি কথা বলেছেন এ নিয়ে।

জয়া বলেন, ‘আমার ব্যাকগ্রাউন্ড টেলিভিশন। সেখান থেকে এসে আমি সিনেমায় অভিনয় করছি। এই সিনেমার ছয়টি গানই আমার পছন্দের। আমরা একটা টিম হয়ে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। এটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন মিডিয়ার। জানি না দর্শকদের সিনেমাটি কেমন লাগবে, তবে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি ঠিকভাবেই।’

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি।

সম্প্রতি সিনেমাটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। ঈদের দিন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। জয়া আহসানের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/জেএম/অক্টোবর ০৬, ২০১৩)