ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে নিহত ৩
ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দুপুরে পুলিশের গুলিতে তিন বিএনপিকর্মী নিহত হয়েছেন। তারা হলেন- জয়নাল আবেদীন (২৫), হারুন অর রশিদ (৩৫) ও হানিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনবিরোধীরা ওই কেন্দ্রে রবিবার দুপুর ২টার দিকে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে তিন বিএনপিকর্মী নিহত হয়। তাদের একজনের লাশ সদর হাসপাতালে আনা হয়েছে।
এ ছাড়া জেলায় সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনবিরোধীরা হামলা চালায়। তারা ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ভাঙচুর, ছিনতাই ও তছনছ করে।
বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচন সংশ্লিষ্টরা মারপিট খেয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনায় কমপক্ষে শতাধিক আহত হন।
এর আগে, সদর উপজেলায় অতর্কিত হামলা চালিয়ে এক সহকারী প্রিসাইডিং অফিসারকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের ছেপড়িকুড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত প্রিসাইডিং অফিসার জুবায়দুল হক সালন্দর কলেজের শিক্ষক। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এসএইচ/এমএআর/এএল/জানুয়ারি ৫, ২০১৩)