ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে জুবেদা খাতুন নামের এক প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করেছে সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

রবিবার দুপুর দেড়টার দিকে নিজ হাতে লাঙ্গল প্রতীকে সিল মারার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সরাইল-আশুগঞ্জ নির্বাচনী আসনের সরাইল উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলেন।

ভোটকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল। এ সময় লাঙ্গল প্রতীকে সিল মারার সময় তাকে গ্রেফতার করেন তিনি।

সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল দ্য রিপোর্টের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এএ/এফএস/এএল/জানুয়ারি ৫, ২০১৪)