লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন জাসদ প্রার্থী সাদেকুল ইসলাম। রবিবার দুপুরে হাতীবান্ধার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এক বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকায় পুলিশ বাহিনীর সদস্যরাসহ ভোটগ্রহণকারী কর্মকর্তারা নৌকা মার্কায় ভোট প্রদান করছেন। কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতা চেয়েও তা পাননি বলে দাবি সাদেকুল ইসলামের। ফলে হাতীবান্ধা-পাটগ্রামবাসীসহ দেশবাসীর কাছে এ নজিরবিহীন ভোট জালিয়াতির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)