নারায়ণগঞ্জে-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নির্বাচনে কারচুপি, ৫০টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, সন্ত্রাসীদের দিয়ে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. শওকত আলী।
রূপসীতে দুপুর ১টায় তার প্রধান নির্বাচনী কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ড. শওকত আলী তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শওকত আলী বলেন, ‘গাজীর লোকজন ৫০টি ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। তারা আমার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, বাড়িঘরেও হামলা চালাচ্ছে।’
সংবাদ সম্মেলনে তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
(দ্য রিপোর্ট/ওআর/আইজেকে/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)