দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকায় আইডিয়াল স্কুলের সামনে পুলিশকে লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এরপর পুলিশ পাল্টা ৩০-৪০ রাউন্ড গুলি ও টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের উল্টো পাশে বিক্রমপুর সুইটসের সামনে কয়েকজন যুবক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

ঘটনার পর সেখানে শতাধিক পুলিশ সশস্ত্র অবস্থানে নেয়। এ ছাড়া পুলিশের সাজোয়া যান টহল দেয়।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বলেন, আমরা ঘটনার পর জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছি। এরই মধ্যে আনোয়ারা ল্যান্ড মার্কের নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালানো হয়েছে। সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হবে।

এ দিকে যাত্রাবাড়ী শামসুল হক কলেজের সামনে একই সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া লালবাগ নিউ পল্টন এলাকায়ও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/এএইচএ-কেজেএন/এইচএসএম/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)