দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৪ আসনের ভোটকেন্দ্র ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসারদের ওপর হামলা ও জোরপূর্বক ভোট প্রদানের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোটার আইডি কার্ডের সঙ্গে ভোটার তালিকার মিল না থাকায় কয়েকজন ভোটারকে বের করে দেন দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্যামপুর থানায় জাতীয় পার্টির সভাপতি হাজী লাট মিয়ার কিছু সংখ্যক সমর্থক দুটি বুথ ও দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের ওপর হামলা চালায়। পরে তাদের উপস্থিতিতে জোরপূর্বক ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার বদরুল বলেন, ‘ভোটার আইডি কার্ডের সঙ্গে ভোটার তালিকার মিল না থাকায় কয়েকজনকে আমরা বাইরে গিয়ে মিলিয়ে আসতে বলেছি।’

পরে বদরুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে অপর সহকারী প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝির জন্য একটু সমস্যা হয়েছে।’

এই বিষয়ে শ্যামপুর থানা ওসি নুরুল আমিন বলেন, ‘ভোটার তালিকা ও ভোটার কার্ডের মধ্যে মিল না থাকায় সামান্য বিশৃঙ্খলা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

(দ্য রিপোর্ট/কেএ-এএইচ-এসআর/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)