ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-১ আসনের (শৈলকূপা) স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গাড়াগঞ্জের তার নিজ বাসভবনে দুপুর দুইটায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ করে তিনি এই ঘোষণা দেন। আব্দুল হাই আওয়ামী লীগের জেলা সভাপতি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী।
(দ্য রিপোর্ট/টিএম/আইজেকে/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)