দ্য রিপোর্ট প্রতিবেদক : ইসি ও রাষ্ট্রপতিকে অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ। তারা বলেছে, `সরকার ও নির্বাচন কমিশনের প্রহসনের নির্বাচন দেশে আরও সহিংসতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে।’

রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পেশাজীবী পরিষদের নেতারা।

এ সময় তারা বলে, নির্বাচন বাতিল না করলে পেশাজীবীরা আরও কঠোর কর্মসূচি দেবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সস্পাদক শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, কাদের গনি চৌধুরিসহ অন্যান্যরা।

(দ্য রিপোর্ট/টিএস/এফএস/এমডি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)