দ্য রিপোর্ট প্রতিবেদক : মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে বালুর ট্রাক সরিয়ে জলকামান দিয়ে ব্যারিকেড দিলেও তা সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় সেখানে পুলিশের একটি দলকে দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। রবিবার বেলা পৌনে ৩টার দিকে এটা সরিয়ে নেওয়া হয়।

২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে খালেদা জিয়ার বাসার সামনের রাস্তার পশ্চিম দিকে বালুর ট্রাক সরিয়ে জলকামান রাখা হয়। তবে ওই দিনে পূর্ব দিকের বালুর ট্রাক না সরালেও শনিবার সকালে সেখানকার ট্রাক সরিয়ে পুলিশের একটি গাড়ি আড়াআড়িভাবে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে জলকামান দিয়ে ব্যারিকেড দেওয়ার জন্য খালেদা জিয়ার নিরাপত্তার কথা বলা হয়েছে।

তবে জলকামান সরানোর বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি।

এ দিকে জলকামান সরিয়ে পুলিশের একটি দলকে সামনের দিকে দাঁড় করানো হয়েছে। এই মুহূর্তে খালেদা জিয়ার বাসার সামনের রাস্তার পশ্চিম দিকে দুই স্তরের পুলিশ দায়িত্ব পালন করছেন।

(দ্য রির্পোট/এমএইচ/এনডিএস/এএল/এসএ/জানুয়ারি ৫,২০১৪)