দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপস্থিত ভোটারা আতংকিত হয়ে পড়ে। তবে কেউ আহত হননি।

পুরোনো ঢাকার বকশীবাজারের ওই ভোট কেন্দ্রের সামনে বেলা আড়াইটার দিকে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

(দ্য রিপোর্ট/এইউএ/এএইচ/আইজেকে/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)