ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ কালীগঞ্জে জামায়াত-বিএনপি সমর্থকদের হামলায় ২০ জন ভোটার আহত হয়েছেন। আহতরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থক বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়ুব হোসেন জানান, উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের গৌরিনাথপুর কেন্দ্রে দুপুর ১২টার দিকে ভোট দিতে যাওয়ার পথে বিএনপি-জামায়াতকর্মীরা তাদের ওপর হামলা করে।

হামলায় গৌরিনাথপুর গ্রামের যুবলীগ নেতা হাবিবুর রহমান, মিল্টন, সোহাগ, ঝনঝনিয়া গ্রামের সাদ্দাম, জাকির হোসেন, হরিপদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, সোহরাব হোসেন, গোলাম সরোয়ার, ঘোপপাড়া গ্রামের অখিল ঘোষ, আব্দুর রাজ্জাকসহ কমপক্ষে ২০ জন মারাত্মক আহত হয়। এদের মধ্যে হাবিবুর রহমান, মিজানুর রহমান ও গোলাম সরোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দীন মোল্লা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)