মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দীন আহমেদ বীরবিক্রম ও মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (মঞ্জু)-এর প্রার্থী নূর মোহাম্মদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

টঙ্গিবাড়ীর রবনগরকান্দিতে দুপুর ২টার দিকে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দীন আহমেদ ভোট বর্জনের কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দীন আহমেদ বীরবিক্রম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির সমর্থক ও দলীয় ক্যাডার বাহিনী প্রভাব বিস্তারের মধ্য দিয়ে অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যাপক কারচুপি করেছে।’

ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদল মল্লিক ও নিরু ভূঁইয়া।

এ দিকে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (মঞ্জু)-এর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ।

শ্রীনগরের বেজগাঁওতে বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/জেএমও/আইজেকে/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)