ফেনীতে নিহত ২, পুলিশসহ গুলিবিদ্ধ ৮
ফেনী সংবাদদাতা : ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে সোনাগাজীতে যৌথবাহিনী ও যুবলীগকর্মীদের গুলিতে দুই ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। রবিবার সকাল ১০টার দিকে উত্তর চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র থেকে নির্বাচনবিরোধী যুবদলকর্মীরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহর সমর্থক স্থানীয় যুবলীগকর্মীদের সঙ্গে যুবদলকর্মীদের সংঘর্ষ হয়।
দুইপক্ষের মধ্যে গুলি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ছয় যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় কনেস্টেবল নুরুল আলম ও অপর একজন পুলিশ গুলি বিদ্ধ হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে যুবদলকর্মী জামসেদ আলম (৩৩) ও মো. শহীদ উল্লাহ মারা যান।
নিহত জামসেদ আলম উত্তর চর চান্দিয়া ইউনিয়নের মৃত জামাল উদ্দিনের ছেলে ও মো. শহীদ উল্লাহ একই ইউনিয়নের আবু ইউছুফের ছেলে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এফএস/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)