দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মধ্য দিয়ে শেষ হলো দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এ তথ্য পাওয়া যায়।

এ দিকে নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে ১৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে। ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে রবিবার বিকেল ৩টা পর্যন্ত এ সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।

এ সব ভোটকেন্দ্রের প্রায় সবগুলোই শিক্ষাপ্রতিষ্ঠান বলে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে জানা গেছে। আগুনে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিল-বেঞ্চসহ বিভিন্ন মূল্যবান জিনিস ও কাগজপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)