চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: বড় ধরনের সহিংসতা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। জেলা প্রশাসন ১৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করলেও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে দুই বিএনপিকর্মীকে আটক করেছে পুলিশ।

নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে বেলা ১১টার দিকে বকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি কর্মী সাইফুল ইসলাম ও আব্দুল রশিদকে আটক করেছে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, বিশৃঙ্খলার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

কেন্দ্রগুলোতে আনসার, পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

সকাল ৮ টায় রহনপুরের প্রসাদপুর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় গোমস্তাপুরের চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর কিছুটা বাড়ে। তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা জানাতে পারেননি সংশিষ্ট কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ১৩৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩০৪ জন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের গোলাম মোস্তফা বিশ্বাস, টেলিভিশন প্রতীক নিয়ে বিএনএফের মো. আলাউদ্দিন ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আব্দুল ওদুদ একক প্রার্থী হওয়ায় এই দুই আসনে ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।

(দ্য রিপোর্ট/এআরএন/ডব্লিউএন/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)