`আ’লীগের নেতাকর্মীদের অভিনন্দন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরাও প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে এ জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন প্রত্যাখ্যান করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান।
সাংবাদিক শওকত মাহমুদ বলেন, ‘দেশবাসীর সঙ্গে আমরা চেয়েছি সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। কিন্তু শেখ হাসিনা শোনেননি। ভোট বর্জনের মাধ্যমে দেশের মানুষ এ কথাই জানিয়ে দিয়েছেন- তারা এ অবৈধ প্রধানমন্ত্রীর তাবেদারি কমিশনের ভোটের প্রহসন মানে না।’
তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনগণকে এই প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন। দেশের মানুষ এমনকি আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরাও ভোট বর্জন করেছে। এ জন্য আওয়ামী লীগের কর্মীদের অভিনন্দন।’
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘এই প্রহসন ও পাতানো নির্বাচন দেশে আরও সহিংসতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতিকে অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করার দাবি জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বলেন, ‘নির্বাচন বাতিল না করলে পেশাজীবী পরিষদ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৩)