শেখ হাসিনার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন
গোপালগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭১টি কেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩ শত ৬টি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
(দ্য রিপোর্ট/আরএসকে/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ৫, ২০১৪)