দ্য রিপোর্ট প্রতিবেদক : একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। অবিলম্বে এ নির্বাচন বাতিলের দাবিও জানিয়েছে দলটি।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন রবিবার এক বিবৃতিতে সরকার ও নির্বাচন কমিশনের নিকট এ দাবি জানান।

জেএসডি নেতারা বলেন, ‘নির্বাচন বাতিল করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করুন। এ নির্বাচনে ১৫৩ জনকে বিনা নির্বাচনে বিজয়ী ঘোষণার পর আজ যে ১৪৭টি আসনে নির্বাচনী খেলা হয়েছে সেখানেও শতকরা ৫ ভাগের বেশি ভোটার সত্যিকারভাবে ভোট দেয়নি।’

তারা বলেন, ‘জনগণের অংশগ্রহণ বর্জিত, প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনেও অধিকাংশ ক্ষেত্রে জালভোট প্রদান, ভোট কারচুপি ও কেন্দ্র দখলের মধ্যদিয়ে ভোট সংখ্যা কিছু বাড়ানোর চেষ্টা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এ নির্বাচন আওয়ামী লীগের কপালে যে কালিমা লেপন করেছে তা মুছে ফেলার শেষ চেষ্টা হিসেবে হলেও তাকে এ তথাকথিত নির্বাচন বাতিল করে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)