ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে ১০৯টি ভোট কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে কুয়াশার কারণে ভেটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা ।

তবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কঠোর নজরদারি প্রতিটি ভোট কেন্দ্রে ছিল লক্ষণীয় বিষয়। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় নৌকা প্রার্থীর হাজার হাজার নেতা-কর্মী, স্বেচ্ছাসেবক নাশকতা ঠেকাতে তৎপর ছিল।

এ ছাড়া পৌর এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সালটিয়া ইউনিয়ন বিএনপি নেতা শামছুল ইসলাম, আইয়ুব আলী, বিএনপি কর্মী আবুল কালাম, ইকবাল হোসেন, তফাজ্জল মিয়াসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর সাথে কথা বলে জানা গেছে তারা ভোট দিতে এসেছেন।

এদিকে, গফরগাঁও পৌর মেয়র কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট কায়সার আহমেদ দুপুর ১২টার দিকে নেতা-কর্মী নিয়ে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি এ সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে উপস্থিত সকলকে ব্যালট উঁচিয়ে দেখান।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার রেজাউল বারী বলেন, উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

(দ্য রিপোর্ট/এফএইচডি/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ৫, ২০১৪)