অসুস্থতার কারণে সোমবারও আদালতে যাবেন না মুশাররফ
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফ অসুস্থতার কারণে সোমবারও রাষ্ট্রদ্রোহিতার মামলার শুনানিতে বিশেষ আদালতে হাজির হতে পারবেন না। তার আইনজীবী আহমেদ রাজা কাসুরি রবিবার এ তথ্য জানিয়েছেন।
আহমেদ রাজা কাসুরি জিও নিউজকে জানান, ‘আদালত ও পুরো বিশ্ব জানে পারভেজ মুশাররফ অসুস্থ। তিনি কোনো সাধারণ মানুষ নন। অসুস্থতার জন্যই সোমবার আদালতে হাজির হতে পারবেন না মুশাররফ।’
কাসুরি আরো জানান, রবিবারও মুশাররফ তার মেডিকেল রিপোর্ট পাননি। তিনি মৌখিকভাবে আদালতের কাছে সোমবার হাজির না হওয়ার অনুমতি চাইবেন।
গত মাসে মুশাররফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার মামলার শুনানি হওয়ার কথা ছিল । তবে মুশাররফকে আদালতে নেওয়ার পথে বিস্ফোরক উদ্ধার হওয়ার কারণে আদালত মুলতবি করা হয়।
এরপর এই মামলার শুনানির দুইদিন আগে মুশাররফের খামারবাড়িতে যাওয়ার পথে বিস্ফোরক পাওয়া যায়। বিস্ফোরক পাওয়ায় ফের আদালতে হাজির হতে ব্যর্থ হন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবারের মধ্যেই মুশাররফকে রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আদালতে হাজির না হতে পারলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও হুঁশিয়ার করা হয়।
তবে গত বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে নাটকীয়ভাবে হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন মুশাররফ। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। যদিও এখনও সরকারের অনুমতি ছাড়া দেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে তার।
২০০৭ সালে সংবিধান স্থগিত করে দেশে জরুরি অবস্থা জারি করার দায়ে ৭০ বছর বয়সী মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে নওয়াজ শরীফ সরকার। মুশাররফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মুশাররফ অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এই হয়রানি করা হচ্ছে। সূত্র: ডন নিউজ
(দ্য রিপোর্ট/কেএন/এসকে/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)