দ্য রিপোর্ট : ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আশুতোষ জিন্দাল বলেছেন, ‘নির্বাচন পদ্ধতি খুবই ভাল। এতে আমরা খুশি। আমরা রাজধানীর ২৫টি কেন্দ্র পরির্দশন করেছি। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি কম এবং কোথাও বেশি ছিল।’

প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় এ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণে এসেছি। গ্রহণযোগ্য হবে কি না সেটা আমাদের বিষয় না।’

নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের সঙ্গে রবিবার সন্ধ্যায় সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৫,২০১৩)