দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামার জন্মদিন ১৭ জানুয়ারি। এই বিশেষ দিনটিতে তার স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে দিতে যাচ্ছেন ‘ব্যতিক্রমী’ একটি উপহার। আর তা হল ‘সময়’!

বিয়ের পর ভীষণ ব্যস্ত সময় কাটাতে হয় মেয়েদের। একেবারেই নিজেদের মতো করে সময় কাটানো হয়ে ওঠে না। তাই স্ত্রীকে নিজের মতো করে কাটানোর জন্য সময় উপহার দেবেন ওবামা। স্বামী, সন্তানদের রেখে একান্তভাবে সময় কাটাবেন মিশেল।

নিজের জন্মদিনে মিশেল তার বন্ধুদের নিয়ে সময় কাটাবেন হাওয়াইতে। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘৫০তম জন্মদিনের ‍উপহার হিসেবে ফার্স্টলেডিকে প্রেসিডেন্ট হাওয়াইতে বন্ধুবান্ধবের সঙ্গে নিজের মতো করে কাটানোর সুযোগ করে দিচ্ছেন।’

ওবামা দুই সপ্তাহের ছুটিতে হনুলুলুতে ছিলেন। ছুটি শেষে শনিবার দুই মেয়েকে নিয়ে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি। সূত্র : রয়টার্স

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)