দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে রবিবার গাড়িবোমা ও রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বাগদাদের উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত শাব শহরে। যেখানে দু'টি গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে দেশটির সুন্নি মতাবলম্বীরা প্রায়ই ইরাকের নিরাপত্তা রক্ষী বাহিনী ও শিয়া মতাবলম্বী প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সমর্থকদের ওপর হামলা চালায়।

এদিকে, আল কায়েদা ও আদিবাসী যোদ্ধারা ইরাকের আনবার প্রদেশের রামাদি ও ফাল্লুজার দখল নিয়েছে। সেনাবাহিনী ওই এলাকা পুনর্দখলের চেষ্টা করছে। সূত্র : রয়টার্স

(দ্য রিপোর্ট/ কেএন/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)