দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ সুদানের বিদ্রোহী নিয়ন্ত্রিত বোর শহরে সংঘাতে দেশটির সেনা বাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন।

সরকারি বাহিনী বোর শহর পুনর্দখলের চেষ্টাকালে বিদ্রোহীদের হামলায় ওই জেনারেল নিহত হন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। তবে সেনাবাহিনী এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, ইথিওপিয়ায় চলছে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতির চেষ্টায় আলোচনা।

নুয়ের সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বিদ্রোহীরা দিনকা সম্প্রদায়ের প্রেসিডেন্ট কিরের ওপর হামলা চালালে এ সংঘাত শুরু হয়।

পরে এ সংঘাত সারাদেশে ছড়িয়ে পড়ে। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সংঘাতে এ পর্যন্ত এক হাজারেও বেশি মানুষ নিহত ও দুই লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন।

চলতি বছরের জুলাই মাসে ম্যাচারসহ মন্ত্রিসভার সব সদস্যকে বহিষ্কার করেন কির। ক্ষমতার দ্বন্দ্বের জের ধরে তাদের বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হয়।

২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা অর্জনের চেষ্টা করছে দক্ষিণ সুদান।

উত্তর সুদানের সঙ্গে সংঘাতের দীর্ঘ সংঘাতের পর এসপিএলএ-এর আন্দোলনের ফলেই অর্জিত হয় দক্ষিণ সুদানের স্বাধীনতা। তবে তেলসমৃদ্ধ এ দেশটি জাতিগত ও রাজনৈতিকভাবে বিভক্ত। সেখানে এখনো অনেক অস্ত্রধারী দল সক্রিয়। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/ কেএন/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)