কুমিল্লা-৮ আসনে জাপার নুরুল ইসলাম জয়ী
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা-৮ বরুড়া আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও যুদ্ধাকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক নুরুল ইসলাম মিলন লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি মোট ৫০ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এএসএম কামরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১৭ হাজার ১০৬ ভোট পেয়েছেন।
বরুড়া উপজেলায় মোট ৮৬টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ৫০৪ জন। বিকেলে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
(দ্য রিপোর্ট/ওএস/এমএআর/এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)