বগুড়া-৪ আসনে জাসদের তানসেন জয়ী
বগুড়া সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী রেজাউল করিম তানসেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলে জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন (মশাল মার্কা) পেয়েছেন ২২,২০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী নুরুল ইসলাম বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩,৪৭৯ ভোট।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৪৮টি আসন ও কাহালু উপজেলার ৫৭টি আসন নিয়ে বগুড়া-৪ আসন।
(দ্য রিপোর্ট/এমআর/জেএম/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)