খুলনা সংবাদতদাতা : খুলনা-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপ্রার্থী আলহাজ মিজানুর রহমান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৭৫ হাজার ৫০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপির রাশিদা করিম বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৪৭ ভোট।

খুলনা-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মুন্নুজান সুফিয়ান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মোট ৪৫ হাজার ৯৪৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) মনিরুজ্জামান খান খোকন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪২৪ ভোট।

(দ্য রিপোর্ট/ওএস/এমএআর/এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)