ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও-৩ আসনে ১২১টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী হাতুড়ি মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬২ হাজার ১শ ১৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ৩৭ হাজার ৮শ ৪৫ ভোট।

এদিকে কদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন সহকারী রিটানিং অফিসার। এখানে মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৮শ ৭৪। এ আসনে ভোট প্রদানের শতকরা হার ৩৮।

(দ্য রিপোর্ট/এনএইচ/জেএম/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)