বড়লেখায় আ.লীগ ও কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী জয়ী
মৌলভীবাজার সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচনী অফিস জানায়, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন (নৌকা) প্রতীক নিয়ে ১ লাখ ৪ হাজার ২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী আহমেদ রিয়াজউদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৪৯ ভোট। এ আসনে ৯৫টি কেন্দ্রের মধ্যে ৯৪টির ফলাফলে এ বিজয় নিশ্চিত হয়েছে। এর মধ্যে ব্যালট বাক্স ছিনতায়ের ঘটনায় বড়লেখার দুখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোট পড়েছে ৫৪ শতাংশ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মতিন (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) মহিবুল কাদির চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২৪১ ভোট।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
(দ্য রিপোর্ট/ওএস/ এমএআর/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)