কক্সবাজার সংবাদদাতা : বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিনের অদূরে দুই দালাল ও ১২ ক্রুসহ ৫৩ মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে নৌবাহিনীর জাহাজ তুরাগ। রবিবার বিকেলে আটকদের সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে আসা হয়। সন্ধ্যায় তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

নৌবাহিনীর জাহাজ তুরাগের লে. কমান্ডার বায়েজিদ জানান, আটক এসব যাত্রীরা বাংলাদেশের টেকনাফ উপকূল দিয়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছিল। এদের মধ্যে ১২ মিয়ানমার নাগরিক ও এক নারী রয়েছে। মিয়ানমারের ট্রলারটিসহ আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, আটকরা সিরাজগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। ট্রলারের একমাত্র নারী যাত্রী কক্সবাজারের রেহেনা জানান, তার স্বামী আগে থেকেই মালয়েশিয়া থাকায় সেও স্বামীর কাছে যাচ্ছিল। সাদ্দাম নামে এক দালালের মাধ্যমে সে মালয়েশিয়া যেতে গত শুক্রবার রাতে টেকনাফের কচুবনিয়া উপকূল দিয়ে রওনা হয়েছিল।

আটক দালাল মিয়ানমার নাগরিক মো. ইউনুচ ও কচুবনিয়ার বকসু মিয়া জানান, অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত রয়েছে টেকনাফের কাটাবুনিয়ার আব্দুল্লাহ, ডাকাত নজির, গুরামিয়া, সাদ্দাম, বেলাল, কক্সবাজারের মৌলভী আব্দুর রহিম, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের হাজী সুলতান ও মালয়েশিয়ায় রয়েছে সানাউল্লাহ। অপরদিকে ট্রলার মালিক মিয়ানমার নাগরিক ক্যুচঅয়ু থাইল্যান্ডে বসে পাচার কাজ নিয়ন্ত্রণ করে। আটক মালয়েশিয়াগামী যাত্রীদের সবার হাতে যার যার দালালের নামের প্রথম অক্ষর লেখা ছিল, যাতে সহজে চিহ্নিত করা যায় কোন দালালের কতজন যাত্রী রয়েছে।

(দ্য রিপোর্ট/এএ/জেএম/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)