চুয়াডাঙ্গায় আ.লীগের সোলাইমান ও আলি আজগর জয়ী
চুয়াডাঙ্গা সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী এম সবেদ আলী মশাল প্রতীক নিয়ে ২০ হাজার ১০৮ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৬ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮১০ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৯৩। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৬৬টি।
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলি আজগর টগর নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পাটি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম শেখ হাতুড়ি প্রতীক নিয়ে ৮ হাজার ৩০ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪০ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৮৪ হাজার ১০২ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫২টি।
(দ্য রিপোর্ট/এই/এমএআর/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)