নিখোঁজের ১৬ দিন পর কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার
অনিকের বাবা সুভাষ চন্দ্র রায় জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে অনিককে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুদিন পরে মোবাইলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ব্যাপারে বরগুনা থানায় মামলা দায়ের করা হলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ১ অক্টোবর থানাপাড়ার রুবেল ও সোহেলকে গ্রেফতার করা হয়।
শুক্রবার গৌরীচন্না থেকে গ্রেফতার করা হয় নাজমুল নামে আরেকজনকে। সর্বশেষ শনিবার থানাপাড়ার সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হলে সে অনিকের মৃতদেহের কথা জানায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, সালাহ উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী জেলা রেজিস্ট্রার অফিসের পানির সেপটিক ট্যাংক থেকে অনিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনিকের হত্যাকারীরা তার বন্ধু ছিল।
(দিরিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৬, ২০১৩)