দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আইন সংশোধন করে কুমিল্লা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদ সৃষ্টি করা হয়েছে। ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩’ এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সোমবার মন্ত্রিসভা। এর আগে ২ সেপ্টেম্বর এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আইন সংশোধনের মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ সৃষ্টি হবে। বর্তমান আইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদটি খণ্ডকালীন। নতুন সংশোধিত আইনে এই পদটিও সার্বক্ষণিক করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে ‘বরিশাল ইউনিভার্সিটি’ হলেও সংশোধিত আইন অনুযায়ী এর ইংরেজি নাম ‘ইউনিভার্সিটি অব বরিশাল’ বলেও জানান মোশাররাফ হোসাইন ভূইঞা।

(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/এইচএস/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)