নাটোরে মহাসড়কে আগুন, মিছিল
নাটোর সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে নাটোরে মহাসড়কে আগুন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশের মধ্য দিয়ে পালিত হচ্ছে। সোমবার সকালে নাটোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো রুটেই যান চলাচল করেনি। দোকানপাট-ব্যবসা-প্রতিষ্ঠানও ছিল বন্ধ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের আলাইপুর এলাকা থেকে দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে স্টেশনবাজার এলাকা ঘুরে আসে। পরে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে ও পিকেটিং করে হরতাল পালন করে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)