বাড্ডায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মধ্য বাড্ডা এলাকার আদর্শ নগর আবুল হোটেল গলিতে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত মো. ফাহিমের (৮) বাম হাতের তিনটি আঙ্গুল উড়ে গেছে। তার ডান হাতে ও পেটেও স্প্লিন্টারের আঘাত লেগেছে।
বিস্ফোরণের পর ফাহিমের মা নাসিমা বেগম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। নাসিমা জানান, ফাহিম দ্বিতীয় শ্রেণীতে পড়ে।
বিস্ফোরণের আহত অপর শিশু মো. ইয়াসীনের (৭) ডান হাতে আঘাত লেগেছে। তবে তার আঘাত খুব গুরুতর নয় বলে ডাক্তাররা জানিয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সোমবার সকাল ৯টার সময় দুই জন লোক একটি টেনিস বল ও টেপ পেচানো দুইটি ককটেলসহ একটি শপিং ব্যাগ ওই শিশুর হাতে ধরিয়ে দেয়। টেপ পেচানো ককটেলকে বল ভেবে বের করার সময় বিস্ফোরিত হয়। এতে ফহিম ও ইয়াসীন আহত হয়।
(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/ এমডি/জানুয়ারি ০৬, ২০১৪)