কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা নগরীতে ছিনতাইকারীর পিটুনিতে দিদারুল আলম ইমতিয়াজ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার ভোররাতে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ মারা যায়।

নিহত ইমতিয়াজ উদ্দিন নগরীর নূরপুর এলাকার কাজী খোকন মিয়ার ছেলে এবং হাউজিং স্কুলের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

নিহতের চাচা কাজী ইসহাক দ্য রিপোর্টকে জানান, রবিবার বিকেল ৩টার দিকে নির্বাচন চলাকালে হাউজিং এলাকা থেকে নূরপুর উত্তরপাড়ার শামছু মিয়ার ছেলে শাহীন ও একই এলাকার অনিকসহ ইমতিয়াজের মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় সে ছিনতাইকারীদের চিনে ফেলায় তারা পিটিয়ে গুরুতর আহত করে। স্বজনরা উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোররাতে ইমতিয়াজ মারা যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ইনচার্জ (তদন্ত) সামছুজ্জামান দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু কলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/জানুয়ারি ৬, ২০১৪)