দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করতে দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে দেখা করবেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাসার। এ উদ্দেশে প্রেসিডেন্ট বাসার সোমবার দক্ষিণ সুদানের রাজধানী জুমায় পৌঁছছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

দক্ষিণ সুদানে অর্ধ মাসব্যাপী চলমান সংঘাত বন্ধ করতে ইতোমধ্যেই ইথিওপিয়ায় সমবেত হয়েছেন আফ্রিকান নেতারা। তবে তারা কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে পারেননি।

সালভা কিরের সাবেক ডেপুটি রিক ম্যাখার দক্ষিণ সুদানে বিদ্রোহ ঘোষণা করলে এ সংঘাতের শুরু হয়। ম্যাখারের নেতৃত্বে বিদ্রোহীবাহিনী সালভা কিরের সেনাদের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে।

গত ১৫ ডিসেম্বর শুরু হওয়া সরকারি বাহিনী ও মেখার বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার লোক মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/জানুয়ারি ০৬, ২০১৪)