খুলনায় মিছিল-সমাবেশ
খুলনা সংবাদদাতা : অবরোধ ও হরতালের সমর্থনে সোমবার সকালে খুলনা পিটিআই মোড় থেকে ১৮ দল মিছিল বের করে। খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডের দলীয় কার্ষালয়ে এসে শেষ হয়।
পরে কেডি ঘোষ রোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রহসন ও তামাশার নির্বাচন বাতিলের দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি চলবে বলে ঘোষণা করা হয়।
এদিকে অবরোধ ও হরতালের কারণে দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
(দ্য রিপোর্ট/এটি/এএস/জানুয়ারি ৬, ২০১৪)