বাজারে মিশ্র প্রবণতা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা বিরাজ করছে। দিনের শুরুতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দেড় ঘন্টা পর সূচক নিম্নমুখী হয়।
দুপুর ১২টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েণ্ট কমে অবস্থান করছে ৪৩১০ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০০ কোটি ৪৫ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩১৪ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টায় ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৫৫ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৯২ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/জানুয়ারি ৬, ২০১৪)