সিরাজগঞ্জে ব্যবসায়ী খুন, আটক ২
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ পৌর এলাকায় মহির উদ্দিন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে পৌর এলাকার রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মহির উদ্দিনের বাড়ি পৌর এলাকার রেলওয়ে কলোনিতে। বাজার স্টেশন এলাকায় তার হোটেল ব্যবসা ছিল।
আটক দুজন হলো মিরপুর রেলওয়ে কলোনির এরশাদ আলীর ছেলে উজ্জ্বল (২৫) ও একই মহল্লার আনসার আলীর ছেলে গোলাম হোসেন (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, রবিবার সকালে হোটেল ব্যবসায়ী মহির গোলাম হোসেনের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মহির গোলামকে মারধর করে। এ ঘটনার জের ধরে একই দিন রাত ৯টার দিকে হোটেল থেকে বাড়ি ফেরার পথে মহির রেলওয়ে কলোনি মাদ্রাসার কাছে পৌঁছলে আগে থেকে সেখানে অবস্থান করা গোলাম হোসেনসহ চার-পাঁচজন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মহির মারা যান।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে একটি হত্যামামলা করা হয়েছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরএ/এএস/জানুয়ারি ৬, ২০১৪)