পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে ১৮ দলের কর্মী-সমর্থকরা। রবিবার গভীর রাতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালা পুড়ে গেছে।

পিরোজপুর সদর থানার পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় যুবলীগ নেতা একরামুল হক অভিযোগ করেন, ১৮ দলের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে।

(দ্য রিপোর্ট/এফআই/এএস/জানুয়ারি ৬, ২০১৪)