ঢাবি প্রতিবেদক : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রত্যাহার এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের মোড়ে সোমবার সকাল ১০টার দিকে এই মিছিল বের করে তারা। মিছিল শেষে তারা ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি ব্যানার পোড়ায়। এছাড়া তারা একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রদলের ব্যানার নিয়ে ১২/১৫ জন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে থেকে একটি মিছিল নিয়ে রোকেয়া হলের সামনের রাস্তার মোড়ে এসে জড়ো হয়। সেখানে তারা ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি ব্যানারে আগুন দেয়। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/জানুয়ারি ০৬, ২০১৪)