যশোরে থানা জামায়াতের সেক্রেটারিসহ আটক ১০
যশোর সংবাদদাতা : হরতাল চলাকালে যশোরে থানা জামায়াতের সেক্রেটারি গোলাম মোরশেদসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে সকালে যশোরের চৌগাছায় মিছিল করার পর পুলিশ থানা জামায়াতের সেক্রেটারি গোলাম মোরশেদসহ তিনজনকে আটক করে।
এর আগে যশোর শহরে হরতালের সমর্থনে ১৮ দল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৮ দলের সাত কর্মীকে আটক করে।
যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন আটকের ঘটনা স্বীকার করেছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/জানুয়ারি ৬, ২০১৪)