যশোরে হিন্দুপাড়ায় আগুন ও ভাঙচুর
যশোর সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ১২ বাড়িতে আগুন ও ১৩০টি বাড়ি ভাঙচুর করে জামায়াত-শিবিরকর্মীরা। রবিবার রাতে এ হামলা চালানো হয়। এ সময় অধিকাংশ পরিবারের লোকজন ভৈরব নদ পার হয়ে দিয়াপাড়া গ্রামে নেন।
হামলায় দেবব্রত সরকার ও মুকুল সরকার নামে দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা ৫ জানুয়ারি সকালে চাঁপাতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে যান। এ সময় ওই এলাকার আবদুর রহিমের নেতৃত্বে কিছু লোক বাধা দেয়। তারা মালোপাড়ার বিশ্বনাথ সরকার ও শ্যামল সরকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনার জের ধরে রাতে জামায়াত-শিবিরের দুই শতাধিক লোক চাঁপাতলা মালোপাড়ায় হামলা চালায়। এ সময় তারা ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একইসঙ্গে তারা শতাধিক বাড়ি ও একটি দোকান লুট এবং ভাঙচুর করে। চলে যাওয়ার সময় ১০-১২টি বাড়িতে আগুন দেয়।
অভয়নগর থানার ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/জানুয়ারি ৬, ২০১৪)