দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ২০১৩ সালে ২৪৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। যা তার আগের বছরের তুলনায় ১৪৫ কোটি টাকা বেশি। আগের বছর ব্যাংকটি ১০৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। অর্থাৎ ২০১৩ সালে এ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ১৪০.৭৭ শতাংশ।

দীর্ঘ মেয়াদী ঋণের পাশাপাশি ব্যাংকটি গত বছরে বাণিজ্যিক, বৈদেশিক, এস.এম.ই এবং ডিপোজিট ব্যাংকিংসহ ক্যাপিটাল মার্কেটে সক্রিয় অংশ গ্রহণ করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন ব্যাংকটির কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমানে ব্যাংকটিতে কোনো প্রকার প্রভিশন ঘাটতি নেই। প্রভিশনের জন্য প্রয়োজনীয় ৪০০ কোটি টাকার মূলধনের বিপরীতে প্রায় ১১৫০ কোটি টাকার মূলধন সংরক্ষিত রয়েছে।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/জানুয়ারি ৬, ২০১৪)