রাজশাহীতে মহিলা দলের মিছিল
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দল। সোমবার সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে হরতালের সমর্থনে জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী মহানগরীতে হরতাল ও অবরোধের কারণে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ। তবে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রাজশাহী থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে। এ ছাড়া রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বর্তমানে মহানগরীর স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, আর্মড পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবির টহল অব্যাহত হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/জানুয়ারি ৬, ২০১৪)