সিরাজগঞ্জ সংবাদদাতা : পূর্বশত্রুতার জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সুবর্ণগাতী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে গ্রামবাসী আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রায়গঞ্জ থানা পুলিশ জানায়, সুবর্ণগাতী গ্রামের মিন্টু খানের সঙ্গে একই গ্রামের দুলাল খানের দীর্ঘদিন যাবত নারীঘটিত একটি মামলা চলে আসছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় মিন্টু খানের লোকজন দুলাল খানের প্রতিবেশী সোহরাব আলী খানের বাড়িসহ ৪টি বাড়িতে ভাঙচুর ও ব্যাপক মালামাল লুট করে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই জের ধরে সোমবার সকালে দুলাল খানের লোকজন মিন্টু খানের আত্মীয়স্বজনসহ বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় গ্রামের বাবু খান ও আনিছুর রহমান খানের ২টি বাড়ি পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)