চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতায় অনিশ্চিত হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম। স্থগিত করা হয়েছে সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা।

শরৎকালীন ও ভর্তি পরীক্ষাকালীন দীর্ঘ ছুটি শেষে ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খুললেও মাসজুড়ে টানা অবরোধ-হরতালের মুখে শিক্ষার্থীরা প্রায় ক্যাম্পাসে আসা ছেড়েই দেন। ৫ জানুয়ারির নির্বাচন আর টানা কর্মসূচির কারণে অধিকাংশ বিভাগেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এতে অঘোষিত দীর্ঘ ছুটি পেয়ে যান শিক্ষার্থীরা। ছুটি কাটাতে অনেকেই আবাসিক হল ছাড়তে শুরু করেন। ফলে আবারও দীর্ঘ সেশনজটের মুখে পড়তে যাচ্ছে প্রতিটি বিভাগ।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজান বলেন, ‘৫ জানুয়ারি আমাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা বর্তমানে স্থগিত। কবে নাগাদ শুরু হবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।’

প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী তন্বী বলেন, ‘ক্লাস-পরীক্ষা সব স্থগিত। হরতাল-অবরোধের কারণে বাড়িতেও যেতে পারছি না। এক ধরনের উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউর রহমান সোহেল বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে কেউ বিশ্ববিদ্যালয় ত্যাগ করছে বললে ভুল বলা হবে। হয়ত ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম স্থগিত এ কারণে অনেকেই হল ছেড়ে যাচ্ছে। তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বলবত আছে।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান রাজনৈতিক অবস্থা শীতল বলেও দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরপি/এএস/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)